একটি মাত্র SMS দিয়ে জেনে নিন কবে পাবেন আপনার Smart NID Card ।। Smart NID Card Status Check
'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'
আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি মাত্র SMS দিয়ে জানতে পারবেন কবে পাবেন আপনার Smart NID Card
এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:
NID কার্ড নাম্বার দিয়ে :
আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে "SC [স্পেস] NID [স্পেস] আপনার NID কার্ড নম্বর" লিখতে হবে।
এই মেসেজটি নম্বর 105 এ পাঠাতে হবে।
আপনি একটি উত্তর পেতে সক্ষম হবেন, যা আপনার স্মার্ট NID কার্ডের বর্তমান স্থিতি সম্পর্কে তথ্য সরবরাহ করবে।
ভোটার স্লিপের জন্য:
"SC [স্পেস] F [স্পেস] আপনার ফরম নম্বর [স্পেস] জন্ম তারিখ" লিখুন মেসেজ অপশনে.
এই মেসেজটি নম্বর 105 এ পাঠাতে হবে।
তারপর, আপনি একটি উত্তর পেতে সক্ষম হবেন, যা আপনাকে আপনার স্মার্ট NID কার্ডের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য দেবে।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন
আজকে এ পর্যন্তই পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!
এই বিষয়ে অথবা যেকোনো ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই