নাম্বার সেভ না করে কিভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন । How to send a message on WhatsApp without saving number
'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'
আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন।
নাম্বার সেভ না করে WhatsApp মেসেজ পাঠাতে হলে আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন:
যেকোনো ব্রাউজারে প্রবেশ করুন: আপনি যে ডিভাইসে থাকেন, সেটির ব্রাউজারে প্রবেশ করুন।
এড্রেস বারে wa.me/ "নাম্বার" লিখুন: যে ব্যক্তিকে মেসেজ পাঠাতে চান, সে ব্যক্তির ফোন নাম্বার নির্ধারণ করুন এবং তার নাম্বারটি এই ফর্ম্যাটে লিখুন: wa.me/+৮৮০নাম্বার (উদাহরণস্বরূপ, wa.me/+8801234567890)।
লিংকে প্রবেশ করুন: নাম্বার লিখার পর, এই লিঙ্কে ক্লিক বা এন্টার প্রেস করুন।
মেসেজ শুরু করুন: আপনি উল্লিখিত লিঙ্কে ক্লিক করলে, সরাসরি WhatsApp ওয়েব পৃষ্ঠা খুলবে এবং আপনি সেখানে মেসেজ শুরু করতে পারবেন।
এই পদক্ষেপগুলি অনুসরণ করে, আপনি কোনও নাম্বারটি সেভ না করে WhatsApp একটি মেসেজ পাঠাতে পারেন, আপনির নাম্বার যেগুলি অন্যান্য ব্যক্তির কাছে দেওয়া হয়নি। এই মেসেজের মাধ্যমে আপনি কাউকে যেখানেই WhatsApp মেসেজ পাঠাতে পারেন, আপনার নাম্বার সেভ না করে।
এক ফটোতেই ফেসবুক প্রোফাইল এবং কভার
আজকে এ পর্যন্তই পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!
এই বিষয়ে অথবা যেকোনো ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই