Header Ads

Header ADS

How To Add Location In Google Maps | আপনার বাড়ি/দোকান /প্রতিষ্ঠান সহ যেকোনো লোকেশন এড করুন

  

  'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'

আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনার বাড়ি/দোকান /প্রতিষ্ঠান সহ যেকোনো লোকেশন এড করবেন ।

  • প্রথমে, আপনাকে নিজের মোবাইলে Google Maps অ্যাপটি ওপেন করতে হবে। যদি আপনি একটি Android মোবাইল ব্যবহার করছেন, সেইটা আগেই ইনস্টল থাকতে পারে।

  • অ্যাপটি ওপেন করার পর, "Contribute" অপশনটি খুঁজে পেতে হবে। "Contribute" অপশনটির জন্য আপনি নিচের দিকে স্ক্রোল করতে পারেন বা স্ক্রিনের নিচের দিকে স্ক্রিনের বামপাশের ছেপে দেওয়া একটি আইকন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।

  • "Contribute" অপশনে ক্লিক করার পর, আপনি ওপরে কিছু অপশন দেখতে পাবেন: "Edit map," "Add place," "Write review," "Add photo."

  • আমরা একটি নতুন ঠিকানা যোগ করতে চাচ্ছি, তাই আমরা "Add place" অপশনে ক্লিক করবো।

  • "Add place" অপশনে ক্লিক করার পর, একটি পৃষ্ঠা আসবে যেখানে আপনি নতুন ঠিকানার তথ্য প্রদান করতে পারবেন।

  • এখন, একে একে নতুন ঠিকানার নাম, ক্যাটাগরি, ঠিকানার লোকেশন (ঠিকানা), এবং সেই ঠিকানার ছবি, যোগাযোগ নম্বর, ওয়েবসাইট ইত্যাদি প্রদান করতে হবে।

  • সম্প্রতি যে ঠিকানাটি যোগ করছেন তা সম্পর্কে সব তথ্য দেওয়া হলে, "Next" বাটনে ক্লিক করুন।

  • এখন, গুগল ম্যাপস আপনার যোগ করা ঠিকানার জন্য একটি আবেদন জমা দেবে।

  • গুগল আপনার ঠিকানা যাচাই করতে এটি যোগ করে সেটিকে গুগল ম্যাপসে অন্তর্ভুক্ত করবে।


এই মাধ্যমে, আপনি নতুন ঠিকানা গুগল ম্যাপসে যোগ করতে পারেন এবং গুগল ম্যাপস এটি যাচাই করে তা আপনার ম্যাপে সংযুক্ত করবে।

 

 এক ফটোতেই ফেসবুক প্রোফাইল এবং কভার

 

 

আজকে এ পর্যন্তই পোস্টটি  ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!

এই বিষয়ে অথবা যেকোনো  ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ। 


     ---AUTHOR---

Muhammad Alamin          
Based Content Creator in Bangladesh.
Founder Of Learn With Alamin

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.