Best Mobile Scanner App | মোবাইল দিয়ে Scan করুন যেকোনো Document (Paper/Book/Note/Sheet/Picture etc)
'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'
আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে মোবাইল দিয়ে Scan করবেন যেকোনো Document (Paper/Book/Note/Sheet/Picture etc)
আপনি যদি মোবাইলে আপনার ছবি বা ডকুমেন্ট স্ক্যান করতে চান, তবে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এই অ্যাপের নাম হল "Cam Scanner". আপনি যদি "Play Store" এ "Cam Scanner App" খোঁজে সার্চ করেন, তাহলে অ্যাপটি পাবেন। এখন, আপনি অ্যাপটি ইনস্টল করতে পারেন।
অ্যাপটি ইনস্টল হলে, আপনি মোবাইলে অ্যাপটি চালাতে পারেন। অ্যাপটি খোললে, প্রথমবার যখন খোলবেন, তখন আপনাকে একটি স্লাইড দিয়ে কিছু ছবি দেখাবে। এই ছবি গুলি আপনাকে স্কিপ করতে বলবে। এই স্লাইড ছবি গুলি স্কিপ করে নিন। তারপরে, এই অ্যাপটি টাকা দিয়ে আপগ্রেড করার জন্য একটি নোটিফিকেশন দেখাতে পারে। চিন্তার কোন কারণ নেই, উপরে দেখুন একটি ক্রস বাটন আছে, যেটি ক্রস করে বের হয়ে যান। এবার, "Use Now" নামে একটি অপশন পাবেন, এই অপশনে ক্লিক করুন। অপশনটিতে ক্লিক করার পর, আপনাকে কিছু সেটিংস "Allow" করে দিতে হবে। সেটিংসগুলি যদি "Allow" করে দেন, তাহলে নিচের মত একটি ইন্টারফেস দেখা যাবে।
এবার, আপনি যে ছবি বা ডকুমেন্ট স্ক্যান করতে চান তা নির্বাচন করুন। "Cam Scanner" অ্যাপ থেকে ক্যামেরা আইকনে ক্লিক করলে বা উপরে থেকে "Smart Scan" অপশনে ক্লিক করলে, মোবাইলের ক্যামেরা চালু হবে। এই সেটিংসে আপনি কিছু সেটিংস অনুমতি দেতে পারেন, এবং তারপর আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যাবে। "Cam Scanner" অ্যাপ এবং মোবাইলের ক্যামেরা খোলার পর, আপনি ছবি তুলে নিতে পারেন এবং ছবিগুলি স্ক্যান করতে পারেন।
এভাবে আপনি মোবাইলে যে কোন ছবি বা ডকুমেন্ট স্ক্যান করতে পারেন এবং স্ক্যান করা ছবিগুলি সম্পাদনা করে নিতে পারেন। সম্পাদনা করার পর, আপনি যে কোন জায়গায় সেভ করতে পারেন এবং স্ক্যান করা ছবিগুলি শেয়ার করতে পারেন।
এক ভিডিও দুই পেজে
আজকে এ পর্যন্তই পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!
এই বিষয়ে অথবা যেকোনো ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই