কিভাবে ফেসবুক একাউন্ট চিরতরে বন্ধ বা ডিলিট করবেন | How To Permanently Delete Facebook Account
'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'
আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফেসবুক একাউন্ট চিরতরে বন্ধ বা ডিলিট করবেন।
মোবাইল থেকে ফেসবুক একাউন্ট ডিলিট করতে নিম্নে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করুন।
ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
হরাইজন্টাল থ্রি-বার আইকনে ট্যাপ করুন
এরপর নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy অপশনে ট্যাপ করুন
Settings এ ট্যাপ করুন
এবার Personal and account information সিলেক্ট করুন
Account ownership and control এ ট্যাপ করুন
Deactivation and deletation সিলেক্ট করুন ও Continue to account deletion এ ট্যাপ করুন
এবার যদি ফেসবুক একাউন্ট ডিলিট এর কারণ জানতে চাওয়া হয় তাহলে আবারো Continue to account deletion সিলেক্ট করুন
এরপর আপনার পেজ, গ্রুপ ও ফেসবুকের অন্যান্য সেটিংস দেখতে পাবেন, নিচে থাকা Delete Account অপশনে ট্যাপ করুন
ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে একাউন্ট ডিলেট এর প্রক্রিয়া সম্পন্ন করুন
এভাবে খুব সহজে মোবাইল ও কম্পিউটার থেকে আপনার ফেসবুক একাউন্ট ডিলিট করতে পারবেন।
আজ থেকে কেউ আপনার ফেসবুক হ্যাক করতে পারবে না
আজকে এ পর্যন্তই পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!
এই বিষয়ে অথবা যেকোনো ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই