Header Ads

Header ADS

প্রেমিকার Call List চেক করুন | যেকোনো SIM এর All Call List চেক করুন। How To Check Call List | E2PDF

 

 
'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'

আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে প্রেমিকার Call List চেক করবেন বা  যেকোনো SIM এর All Call List চেক করবেন ।

যেভাবে ব্যবহার করবেন E2PDF অ্যাপসটি ,

১. প্রথমে আপনাকে Play store গিয়ে সার্চ করতে হবে e2pdf তারপর এই অ্যাপসটি ইন্সটল করতে হবে।

২. ইন্সটল হয়ে গেলে ওপেন করবেন। ওপেনে ক্লিক করার পর নিচে দেখেন Click to continue এই বার্টনে ক্লিক করবেন।

৩. তারপর একটি পেজ ওপেন হবে, এই পেজে General call log এই বার্টনে ক্লিক করবেন।

৪. ক্লিক করার পর নতুন আরেকটি পেজ ওপেন হবে। এই পেজে উপরে দেখতে পাবেন তারিখ দেওয়া দুটি অপশন আছে। বাম পাশের অপশনে কত তারিখ থেকে দেখতে চাচ্ছেন, আর ডান পাশেরটা কত তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছেন। দুটি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। তার নিচে call log details দিয়ে রাখবেন। তার নিচে দেখবেন ফাইল নেইম আপনার কোন ফোল্ডারে সেভ হবে সেটি টাইপ করে দিবেন। ফাইল নেইম দেওয়ার পর আপনাকে Export to pdf এখানে ক্লিক করে দিবেন।

৫. পারমিশন চাইলে এলাও করে দিবেন।

৬. তারপরে আপনার কল লিস্ট চলে আসবে। 

 

আজকে এ পর্যন্তই পোস্টটি  ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!

এই বিষয়ে অথবা যেকোনো  ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ। 


     ---AUTHOR---

Muhammad Alamin          
Based Content Creator in Bangladesh. 

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.