Header Ads

Header ADS

ওয়েবসাইট তৈরী করুন নিজেই | How to Create a Free Website in Blogger | Make Free Website in Blogspot

 

   'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ'

আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফ্রিতে নিজেই ওয়েবসাইট তৈরী করবেনঃ- 
 
  • যারা নতুন ব্লগার, অর্থাৎ সদ্য সদ্য ব্লগ তৈরি করেছেন বা ব্লগ তৈরি করার সম্ভাবনা দেখছেন এবং পার্ট-টাইম আয় করতে ইচ্ছুক, তাদের জন্য ব্লগিং একটি আগ্রহণীয় পথ। যদি আপনার মনে প্রশ্ন থাকে কীভাবে বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করা যায়, বা কীভাবে ফ্রিতে ব্লগ তৈরি করতে হয়, বা কীভাবে বিনামূল্যে Blogspot ব্লগ তৈরি করা যায়, তাহলে এই নিবন্ধটি সহজেই আপনার জন্য উপকারী হতে পারে।

  • অবশ্যই আপনি এই পদ্ধতিতে আপনার ব্লগ তৈরি করে নিন, তারপরে জানা গুণ কীভাবে আপনি এই ব্লগ থেকে আয় করতে পারেন।

  • আসুন জেনে নেই কীভাবে আপনি ব্লগার বা ব্লগস্পটে ফ্রিতে, অর্থাৎ বিনামূল্যে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং আপনার স্বপ্নকে পূর্ণ করতে পারেন।

  • কীভাবে ব্লগার বা ব্লগস্পটে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন?

  • সম্পূর্ণ বিনামূল্যে, আমরা এখানে এই ওয়েবসাইট তৈরি করব।

  • অর্থাৎ, কোনও হোস্টিং খরচ প্রয়োজন হবে না।

  • আপনি কোনও ডোমেইন নেমের জন্য টাকা দিতে হবে না। তবে, পরবর্তীকালে আপনি অবশ্যই কাস্টম ডোমেইন নেম যোগ করতে পারবেন, এই সাথে কিছু টাকা লাগতে পারে। কিন্তু এটি পরের ধাপ।

  • Blogger/BlogSpot-এ ফ্রি ওয়েবসাইট তৈরি করতে প্রথমেই Google খুলুন। তারপর আপনি সার্চ বারে Blogger লিখুন।

  • সার্চ বারে Blogger লিখে Enter ক্লিক করুন।

  • তারপর আপনি দেখতে পাবেন Blogger.com, Create a Beautiful Blog লেখা প্রথম পেজে। সেই পেজে ক্লিক করুন।

  • এই পেজে প্রথমেই Publish Your Passion, Your Way লেখা পাবেন। সেটাতে ক্লিক করে দিন।

  • এখন আপনি দেখতে পাবেন Create a Unique and Beautiful Blog. It’s Easy and Free! লেখা।

  • এই লেখার নিচেই আপনি দেখতে পাবেন Create Your Blog। এই Create Your Blog অপশনে আপনাকে ক্লিক করতে হবে।

  • এই অপশনে আপনি ক্লিক করুন। তারপরের পেজে আপনার Google একাউন্টে Sign In করতে বলা হবে।

  • Blogger/Blogspot-এ ফ্রি ওয়েবসাইট করার জন্য আপনার জিমেইল আইডি প্রয়োজন। আপনি কীভাবে নিজের জিমেইল একাউন্ট খুলতে হয় তা জানতে এখানে দেখুন!

  • অন্য কোনও প্রয়োজনীয় তথ্য দরকার নেই। আপনার ব্লগের বিষয়টি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, অন্যথায় এই বিষয়ে পর্যাপ্ত বিচার করতে সময় লাগতে পারে।

  • Sign In করার পর, আপনাকে আপনার ব্লগের নাম নির্বাচন করতে হবে।

  • Title ফিল্ডে আপনি আপনার ব্লগের নাম দিতে পারেন।

  • Next অপশনে ক্লিক করুন। আপনি চাইলে এই অপশন পার দেওয়ার জন্য Skip অপশনটি ব্যবহার করতে পারেন।

  • এইরকম যদি হয়, তাহলে এই নামটি অব্যাহত থাকে এবং আপনি এটি ব্লগের URL হিসেবে ব্যবহার করতে পারেন।

  • Next অপশনে ক্লিক করে আপনার ডোমেইন নাম সিলেক্ট করুন।

  • পরবর্তী পেজে দেখতে পাবেন আপনার ব্লগের URL সিলেক্ট করতে বলা হবে।

  • URL ফিল্ডে আপনি একটি নাম সিলেক্ট করতে পারেন যেটির সাথে .blogspot.com আসবে।

  • এই ইউআরএল হবে আপনার ওয়েবসাইটের পূর্ণ ইউআরএল। যেহেতু ইমেইল ব্যবহারকারী নেমের মতো আপনি এই URL দিয়ে তাদের আপনার ওয়েবসাইটে পৌঁছাতে চান, এই URL টি ব্যবহার করতে হবে।

  • Next অপশনে ক্লিক করে এই URL টি সিলেক্ট করে নিন।

  • আপনার ব্লগের Display Name নেওয়া হবে…

  • Next অপশনে ক্লিক করার পর আপনার ব্লগের Display Name নেওয়া হবে। এটি হলো আপনার ব্লগের প্রদর্শনী নাম, অর্থাৎ যে নামটি আপনি এই ব্লগে প্রদর্শন করতে চান। সেই নামটি আপনি ফিল্ডে টাইপ করে দিন।

  • তারপর Finish অপশনে ক্লিক করে আপনার ব্লগ তৈরি করে নিন।

  • আপনার ব্লগ তৈরি হলো!

  • এখন আপনি আপনার ব্লগে পোস্ট লেখতে এবং আপনার নিজের কন্টেন্ট প্রকাশ করতে পারবেন। আপনি এটি কাস্টমাইজ করতে পারেন, থিম পরিবর্তন করতে পারেন, নতুন পেজ যোগ করতে পারেন, এবং আরও অনেক কিছু করতে পারেন।

  • আপনি খুব ভালো ভাবে ব্লগ তৈরি করতে সফলভাবে ধাপগুলি অনুসরণ করেছেন! ব্লগ তৈরি করা একটি সুখবর হতে পারে এবং আপনি এখন আপনার ব্লগে পোস্ট লেখতে শুরু করতে পারেন।

  • আপনার ব্লগ পোস্ট লেখা সহজ এবং নিজের মতো কাস্টমাইজ করা যায়। নতুন পোস্ট তৈরি করতে ব্লগার ড্যাশবোর্ডে চলে যান এবং "New Post" অপশনে ক্লিক করুন। এটি আপনাকে একটি নতুন ব্লগ পোস্ট তৈরি করতে সাহায্য করবে।

  • আপনি একটি বিষয় নির্বাচন করুন, একটি শিরোনাম দিন এবং আপনার পোস্টের মধ্যে আপনার বিচার প্রদান করুন। পোস্টে টেক্সট, ছবি, ভিডিও, লিংক, এবং অন্যান্য সামগ্রী যুক্ত করতে পারেন। আপনি পোস্ট প্রদর্শনের আকার সেট করতে এবং এটি প্রকাশ করার আগে প্রিভিউ করতে পারেন।

  • পোস্ট তৈরি করার পর, আপনি এটি সংরক্ষণ করতে পারেন এবং প্রকাশনা করতে পারেন। আপনি এটি ব্লগে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন যেন আরও লোকে আপনার ব্লগ পড়তে পারে।

  • ব্লগ সেটিংস পরিবর্তন করে আপনি আপনার ব্লগটি স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করতে পারেন এবং এটি আপনার পছন্দের মধ্যে কাস্টমাইজ করতে পারেন। আপনি পেজ তৈরি করতে পারেন এবং আপনার ব্লগে আরও কন্টেন্ট যোগ করতে পারেন এবং আপনার ব্লগ সামগ্রিক অবগতি দেখতে জুগিয়ে যেতে পারেন।


এই নতুন ব্লগে আপনার সফল ব্লগিং পথে সাফল্য আসুক এবং আপনি আপনার ব্লগ পছন্দের মধ্যে কাস্টমাইজ করতে পারেন এবং আপনার নিজের কন্টেন্ট প্রকাশ করতে পারেন। 
 
সফল ব্লগিং জন্য শুভকামনা!


Full PlayList (How To Make Free Website Using Blogger-Blogspot/Google Site

 

 

 এক ভিডিও দুই পেজে

 

 

আজকে এ পর্যন্তই পোস্টটি  ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ!

এই বিষয়ে অথবা যেকোনো  ইনফরমেশন জানার থাকলে অবশই কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি খুব শীঘ্রই সেই বিষয়টি নিয়ে পোস্ট করব ।
ইনশাআল্লাহ। 


     ---AUTHOR---

Muhammad Alamin          
Based Content Creator in Bangladesh.
Founder Of Learn With Alamin

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.